দক্ষতা উন্নয়ন কোর্সের উদ্বোধন করেন খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর। ছবি: সংগৃহীত

খাগড়াছড়িতে সপ্তাহব্যাপী পুলিশের সব সদস্যের পদমর্যাদাভিত্তিক ১৭তম ব্যাচের দক্ষতা উন্নয়ন কোর্সের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার জেলার পুলিশ লাইনস ড্রিল শেডে ১৭তম ব্যাচের দক্ষতা উন্নয়ন কোর্সের উদ্বোধন করেন পুলিশ সুপার মুক্তা ধর (পিপিএম-বার)। খবর আমার সংবাদের।

পুলিশ সুপার বলেন, ‘পুলিশ বাহিনীর সদস্যরা দক্ষতা উন্নয়ন কোর্সের মাধ্যমে পেশাদারত্বের উচ্চতর মান অর্জন করতে সক্ষম হন। এতে করে তাঁদের কাজের গুণমান ও নির্ভুলতা বৃদ্ধি পায়। আইনি জ্ঞানের উন্নতি হয়, যা পুলিশকে ন্যায়বিচার প্রদানে আরও দক্ষ করে তোলে। তাঁরা আইন অনুযায়ী কাজ করতে আরও সচেতন এবং সক্ষম হন। মানবাধিকার সচেতনতা বৃদ্ধির ফলে পুলিশ নাগরিকদের অধিকার লঙ্ঘন করার পরিবর্তে তাঁদের অধিকার রক্ষায় আরও বেশি মনোযোগী হন।’

তিনি আরও বলেন, ‘প্রযুক্তির প্রয়োগ এবং দক্ষতায় উন্নতির ফলে পুলিশ অপরাধ অনুসন্ধানে আরও দক্ষ হয়। তারা সহজে তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণ করতে পারে; যা অপরাধ প্রতিরোধ ও অনুসন্ধানে সাহায্য করে। শারীরিক ফিটনেস এবং মানসিক দৃঢ়তা বৃদ্ধির মাধ্যমে পুলিশ সদস্যরা কঠিন পরিস্থিতি এবং চাপ সামলানোর ক্ষমতা অর্জন করেন। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক ব্যাকগ্রাউন্ডের লোকজনের সঙ্গে কাজ করার দক্ষতা অর্জনের ফলে পুলিশ আরও সহানুভূতিশীল এবং কার্যকর হয়। উন্নত দক্ষতা এবং পেশাদারত্ব জনগণের মধ্যে পুলিশের প্রতি আস্থা বৃদ্ধি করে।’

এ সময় খাগড়াছড়ি জেলা পুলিশের পদস্থ কর্মকর্তাসহ অন্যান্য পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।