খাগড়াছড়িতে জেলা পুলিশের ‍উদ্যোগে অসহায়দের মধ্যে ঈদ উপহার বিতরণ। ছবি: বাংলাদেশ পুলিশ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে খাগড়াছড়িতে জেলা পুলিশের উদ্যোগে আশ্রয়ণ প্রকল্পের দুস্থ ও অসহায় মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

বঙ্গমাতা আবাসন প্রকল্পে ৯ জুন (রোববার) বিকেলে এ উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে শতাধিক দুস্থ পরিবারের মাঝে উপহার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ উপহার বিতরণ করেন খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. জসীম উদ্দিন, সদর থানার ওসি মো, তানভীর হাসান প্রমুখ।