ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন ক্রিস মরিস। ছবি: সংগৃহীত

সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ক্রিস মরিস।

দেশটির ঘরোয়া দল টাইটান্সের কোচিংয়ে যুক্ত হওয়ার আগে ১২ বছরের ক্রিকেট ক্যারিয়ারের সমাপ্তি ঘোষণা করেন তিনি। খবর বাসসের।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের অবসরের ঘোষণা দিয়ে মরিস ক্যাপশনে লিখেন, ‘আমার এই যাত্রায় যারা বড় বা ছোট, যে-ই ভূমিকাই রেখেছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ। এটা ছিল মজার একটি পথচলা।’

দেশের হয়ে সর্বশেষ ২০১৯ সালের বিশ্বকাপে খেলেছিলেন মরিস। আসরে দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন তিনি। দেশের হয়ে তিন ফরম্যাটে ৬৯ ম্যাচে ৯৪ উইকেট নিয়েছেন মরিস।

ব্যাট হাতে লোয়ার অর্ডারে দ্রুত রান তুলতে বিশেষভাবে পরিচিত ছিলেন ৩৪ বছর বয়সী মরিস। কিন্তু ব্যাট হাতে দলের জন্য খুব বেশি অবদান রাখতে পারেননি তিনি।

৪ টেস্টে ১৭৩, ৪২ ওয়ানডেতে ৪৬৭ ও ২৩টি টি-টোয়েন্টিতে ১৩৩ রান করেন এ ক্রিকেটার।