রাজু শ্রীবাস্তব। ছবি : সংগৃহীত

ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় কৌতুক অভিনেতা রাজু শ্রীবাস্তব আর নেই। ৫৮ বছর বয়সী এ কৌতুক অভিনেতা চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২১ সেপ্টেম্বর) দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (এআইআইএমএস) মারা যান। খবর বিডিনিউজ টোয়েন্টিফোরের।

গত ১০ আগস্ট হৃদরোগে আক্রান্ত রাজুকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দক্ষিণ দিল্লির একটি জিমে ব্যায়াম করার সময় বুকে ব্যথা শুরু হয়েছিল তাঁর। ওই সময় অচেতন হয়ে পড়েন।

প্রথম দিকে অবস্থার অবনতি হলেও দুই সপ্তাহ হাসপাতালে ভেন্টিলেশনে থেকে খানিকটা সুস্থ হয়ে উঠেছিলেন এই অভিনেতা। তবে চলতি মাসের শুরুর দিন থেকে তাঁর শারীরিক অবস্থার আবারও অবনতি হয়।

শেষ পর্যন্ত বুধবার সকালে দেড় মাসের লড়াই শেষে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

১৯৮০-র দশক থেকে বিনোদনজগতে পরিচিত মুখ হলেও ২০০৫ সালে রিয়েলিটি স্ট্যান্ড-আপ কমেডি শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জের’ প্রথম সিজনই রাজুকে খ্যাতির চূড়ায় নিয়ে যায়।