ইয়াবাসহ গ্রেপ্তার আসামিরা। ছবি : সংগৃহীত

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানা এলাকা থেকে ৪ হাজার ৩৪৫টি ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। খবর বাংলানিউজ টোয়েন্টিফোরের।

গ্রেপ্তার আসামিরা হলেন—গোপালগঞ্জের টঙ্গীপাড়া থানার পাটগাতী এলাকার হাবিবুর রহমান যুবরাজ (৩৮), টাঙ্গাইলের মধুপুর থানা এলাকার মুজিবুর রহমান (৫৬), গাজীপুরের জয়দেবপুর থানার রানীপুর মধ্যপাড়া এলাকার সুমন চন্দ্র বর্মন (৩৫) ও গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানার আমবাগ পূর্বপাড়া এলাকার সুমন ওরফে ভিসিডি সুমন (৩৭)।

কোনাবাড়ী থানার এসআই মো. সাখাওয়াত ইমতিয়াজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে কোনাবাড়ী কলেজ গেট এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে হাবিবুর রহমানকে ২ হাজার ৩০০টি এবং মুজিবুর রহমানকে ১ হাজারটি ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

পরে আসামিদের দেওয়া তথ্যে আমবাগ ঈদগা মাঠ এলাকা থেকে সুমন চন্দ্র বর্মন ও ভিসিডি সুমনকে ১ হাজার ৪৫টি ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। ওই সময় তাঁর কাছ থেকে আরও ২৫০টি ভাঙা ইয়াবা পাওয়া যায়।

আজ শনিবার কোনাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামিদের নামে মামলা হয়েছে।