কেএমপি সদরদপ্তরে আঞ্চলিক পরিবহন কমিটি ও মেট্রোপলিটন সড়ক নিরাপত্তা কমিটির সভায় উপস্থিত পুলিশ সদস্য ও সংশ্লিষ্টরা। ছবি: কেএমপি

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদরদপ্তরের সম্মেলনকক্ষে মেট্রো আঞ্চলিক পরিবহন কমিটি এবং মেট্রোপলিটন সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সদরদপ্তরের কনফারেন্স রুমে রোববার দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ কমিশনার মাসুদুর রহামান ভূঞার সভাপতিত্বে এ সভা হয়।
ওই সভায় রেজিস্ট্রেশনবিহীন মোটরযানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, মোটরযানের ট্যাক্স ও ফিটনেস হালনাগাদকরণ, মোটরযান রুট পারমিট অনুমোদন, অবৈধ পার্কিং এবং যানজট নিরসনে কার্যকরী ব্যবস্থা গ্রহণ নিয়ে আলোচনা করা হয়।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) এসএম ফজলুর রহমান, উপকমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন, উপকমিশনার (দক্ষিণ) মোহাম্মদ আনোয়ার হোসেনসহ সংশ্লিষ্টরা।