খুলনা মেট্রোপলিটন পুলিশের ( কেএমপি) বয়রাস্থ পুলিশ লাইনস ড্রিল শেডে বৃহস্পতিবার মঞ্চস্থ হয় ‘অভিশপ্ত আগস্ট’ । ছবি: খুলনা মেট্রোপলিটন পুলিশ

খুলনা মেট্রোপলিটন পুলিশের ( কেএমপি) বয়রাস্থ পুলিশ লাইনস ড্রিল শেডে আজ বৃহস্পতিবার ১৯৭৫ সালের ১৫ আগস্ট নৃশংস হত্যাকান্ডের উপর ইতিহাস-আশ্রয়ী গবেষণালব্ধ নাটক ‘অভিশপ্ত আগস্ট’ মঞ্চস্থ হয়েছে।

নাটকটির পরিকল্পনা, গবেষণা ও তথ্য সংকলন করেছেন ঢাকা রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার)। রচনা ও নির্দেশনায় ছিলেন পুলিশ পরিদর্শক মো. জাহিদুর রহমান। নাটকটি প্রযোজনা করেছে বাংলাদেশ পুলিশ থিয়েটার।

অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কেএমপির পুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান ভূ্ঞা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) এসএম ফজলুর রহমান; ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ আনোয়ার হোসেন; বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম, পিপিএম-সেবা; ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ এহ্সান শাহ্; ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) বি.এম নুরুজ্জামান, বিপিএম; ডেপুটি পুলিশ কমিশনার (এফএন্ডবি) শেখ মনিরুজ্জামান মিঠু; ডেপুটি পুলিশ কমিশনার (ইএন্ডডি) মো. কামরুল ইসলাম; অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনারবৃন্দ, সহকারী পুলিশ কমিশনারবৃন্দ-সহ খুলনাস্থ অন্যান্য ইউনিটের উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।