কেএমপির অভিযানে সরঞ্জামসহ গ্রেপ্তার জুয়াড়িদের একাংশ। ছবি: কেএমপি

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে জুয়া খেলার সরঞ্জাম, ৮ হাজার ৯৫৮ টাকাসহ ১৩ জুয়াড়ি গ্রেপ্তার হয়েছেন।

গোপন সংবাদের ভিত্তিতে খুলনা সদর থানাধীন হাজী মহসিন রোড বাইলেন-সংলগ্ন নুরুল ইসলামের চারতলা বাড়ির নিচতলার দক্ষিণ পাশের তিনটি কক্ষ থেকে সোমবার রাত সাড়ে ১০টার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ১৩ জন হলেন খুলনা থানার মৌলভীপাড়া টিবি বাউন্ডারি রোডের ইব্রাহিম শেখ (২৫), নড়াইলের কালিয়া থানার কলেজপাড়ার কাজী শরিফুল ইসলাম (৪২), খুলনার রূপসা থানার রাজাপুরের আবু সাদেক (৪৩), খুলনা থানার মুসলমানপাড়া ক্রস রোডের সেলিম হাওলাদার (৫৬), সোনাডাঙ্গা মডেল থানার বসুপাড়া এতিমখানা মোড়ের আবু হানিফ জুয়েল (৩৫), খুলনা থানার ট্যাংক রোডের নজরুল ইসলাম (৫২), রূপসার রহিমনগরের ফারুক হোসেন (৪০), খুলনার ছোট খালপাড় টুটপাড়ার কামরুল ইসলাম (৬৫), লবণচরা থানার পূর্ব বানিয়াখামারের কুদ্দুস শেখ (৬৫), সোনাডাঙ্গা মডেল থানার নাজিরঘাটের সেকেন্দার আলী খান (৩৫), খুলনার দক্ষিণ টুটপাড়ার নূর মোহাম্মদ (৩৬), খুলনার নতুনবাজারের শেখ জাহাঙ্গীর আলম (৩৬) এবং খুলনার টুটপাড়া কবরস্থান মোড়ের মো. মনিরুল (৫৫)।

১৩ জনের কাছ থেকে টাকার পাশাপাশি ৪৩ সেট তাস, দুটি সাদা কাপড়, একটি কম্বল, আটটি খাতা উদ্ধার করা হয়। তাঁদের নামে খুলনা থানায় জুয়া আইনে মামলা হয়েছে।