পুলিশি হেফাজতে দুই আসামি এবং জব্দ করা জাল নোট। ছবি : বাংলাদেশ পুলিশ

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে দুই জাল নোট কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে ৪ লাখ ১০ হাজার টাকার জাল নোট, ৫০০ ভারতীয় রুপির জাল নোট, একটি ল্যাপটপ, তিনটি কালার প্রিন্টার, একটি পেনড্রাইভ, ১০ বোতল কালি, তিনটি কাঠের ফ্রেম এবং অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।

বুধবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে সোনাডাঙ্গা মডেল থানাধীন বয়রা ক্রস রোডের একটি বাড়ি থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন বরগুনার পাথরঘাটা থানা এলাকার মো. ছগির (৪৫) এবং পিরোজপুরের ভাণ্ডারিয়া থানা এলাকার মো. আব্দুর রহিম (২৬)। আসামি ছগিরের বিরুদ্ধে বিভিন্ন থানায় বিশেষ ক্ষমতা আইনে তিনটি মামলা আছে।

আসামিদের বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় মামলা হয়েছে বলে জানায় পুলিশ।

জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, জাল নোট তৈরি করে দীর্ঘদিন ধরে খুলনা মহানগরীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।