খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ১ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে নগরীর খুলনা সদর থানাধীন নতুন বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামি তারা বেগমের (৩৭) বাড়ি খুলনা সদর থানা এলাকায়। তাঁর বিরুদ্ধে তিনটি মাদক মামলা আছে।
কেএমপি ডিবি জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে খুলনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।