পুলিশি হেফাজতে দুই আসামি এবং জব্দ করা অস্ত্র ও গুলি। ছবি : বাংলাদেশ পুলিশ

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে একটি রিভলবার, ৮টি গুলিসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ভোরে খুলনা সদর থানাধীন দক্ষিণ টুটপাড়া এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন খুলনা সদর থানা এলাকার মো. মেহেদী হাসান ওরফে রোহান শেখ (২৪) এবং গোপালগঞ্জের কাশিয়ানী থানা এলাকার মো. ফয়সাল খান (২৬)। মেহেদীর বিরুদ্ধে পাঁচটি এবং ফয়সালের বিরুদ্ধে ৯টি মামলা রয়েছে।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে দক্ষিণ টুটপাড়া এলাকার নিজ বাড়ি থেকে একটি রিভলবার, দুটি গুলিসহ আসামি মেহেদীকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে দক্ষিণ টুটপাড়া এলাকার আরেকটি বাড়ি থেকে ৬টি গুলিসহ আসামি ফয়সালকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে খুলনা থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।