মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ করছেন খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মাসুদুর রহমান ভূঞা। ছবি : বাংলাদেশ পুলিশ

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ ডিসেম্বর) সকালে বয়রা এলাকার পুলিশ লাইনস মাঠে এই প্যারেড অনুষ্ঠিত হয়।

প্যারেডে অভিবাদন গ্রহণ শেষে প্যারেড পরিদর্শন করেন কেএমপি কমিশনার মাসুদুর রহমান ভূঞা।

বক্তব্য দিচ্ছেন খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মাসুদুর রহমান ভূঞা। ছবি : বাংলাদেশ পুলিশ

এ সময় প্রতিনিয়ত অনুশীলনের মাধ্যমে প্যারেডের মানোন্নয়ন করতে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন কেএমপি কমিশনার। এ ছাড়া প্যারেডে অংশ নেওয়া পুলিশ সদস্যদের ধন্যবাদ জানান তিনি।

কেএমপির ডেপুটি পুলিশ কমিশনার (ট্রফিক) মনিরা সুলতানা প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন।

প্যারেডে অংশ নেওয়া পুলিশ সদস্যদের একাংশ। ছবি : বাংলাদেশ পুলিশ

কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো. সাজিদ হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ আনোয়ার হোসেন; বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম, পিপিএম (সেবা); ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) বি এম নুরুজ্জামান, বিপিএম; ডেপুটি পুলিশ কমিশনার (প্রসিকিউশন) রিয়াজ উদ্দিন আহম্মেদ, পিপিএম; ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মাদ তাজুল ইসলাম; ডেপুটি পুলিশ কমিশনার (এফঅ্যান্ডবি) শেখ মনিরুজ্জামান মিঠু; ডেপুটি পুলিশ কমিশনার (ইঅ্যান্ডডি) মো. কামরুল ইসলাম; ডেপুটি পুলিশ কমিশনার (আরসিডি) শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী এবং অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনারবৃন্দ; সহকারী পুলিশ কমিশনারবৃন্দ; অফিসার ইনচার্জবৃন্দ; আরআই পুলিশ লাইনস ও সিটিএসবি, ট্রাফিক ও ডিবির কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

প্যারেড পরিদর্শন করছেন খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মাসুদুর রহমান ভূঞা। ছবি : বাংলাদেশ পুলিশ
প্যারেডে অংশ নেওয়া ট্রাফিক পুলিশ সদস্যদের একাংশ। ছবি : বাংলাদেশ পুলিশ
প্যারেডে অংশ নেওয়া নারী পুলিশ সদস্যদের একাংশ। ছবি : বাংলাদেশ পুলিশ