কেএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত পুলিশ সদস্যরা। ছবি: কেএমপি

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কেএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ কমিশনার মাসুদুর রহমান ভূঞার সভাপতিত্বে এ সভা হয়।

অপরাধ পর্যালোচনা সভার শুরুতে কেএমপির কমিশনার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার, শ্রেষ্ঠ মামলা তদন্তকারী অফিসার ও শ্রেষ্ঠ ট্রাফিক পুলিশ সার্জেন্টকে নগদ অর্থ পুরস্কার দেন।

এ সভায় কেএমপির পুলিশ কমিশনার উপস্থিত কর্মকর্তাদের মুলতবি মামলাগুলো দ্রুত নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিল হার বাড়ানো, মাদকদ্রব্য উদ্ধারসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সংশ্লিষ্ট ডিসিদের দিকনির্দেশনা দেন।