খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মাদকবিরোধী অভিযানে ১১০টি ইয়াবা বড়ি, ১৩০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) কেএমপি জানায়, মহানগরীর বিভিন্ন থানা এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।

তাঁরা হলেন মো. সজীব হাওলাদার (১৯), মো. শহিদুল ফকির (৪৭) ও মো. নূর আলম সিদ্দিকি কলিন্স (২৫)।

আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করেছে পুলিশ।