কেএমপির মনিটরিং সেলের সভায় উপস্থিত পুলিশ সদস্যরা। ছবি: কেএমপি

আদালতে সাক্ষী হাজিরা নিশ্চিতকরণ, নারী ও শিশু নির্যাতন, মাদক ও অস্ত্র মামলার তদারকি এবং জঙ্গিসংক্রান্ত বিচারাধীন মামলার বিচারকাজ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মনিটরিং সেলের সভা অনুষ্ঠিত হয়েছে।
কেএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলনকক্ষে ভারপ্রাপ্ত কমিশনার এস এম ফজলুর রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার দুপুর ১২টা ৫ মিনিটে এ সভা শুরু হয়।

সভায় কেএমপির ভারপ্রাপ্ত কমিশনার সব জোনাল এসি, অফিসার ইনচার্জ এবং মামলার তদন্তকারী কর্মকর্তাদের নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত সমাপ্ত করার তাগিদ দেন। একই সঙ্গে দ্রুত পুলিশ প্রতিবেদন জমা এবং দীর্ঘদিন ধরে মুলতবি করা মামলাগুলো নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।