কেএমপির গ্র্যান্ড কল্যাণ সভায় উপস্থিত কমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। ছবি: কেএমপি

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গ্র্যান্ড কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

কেএমপির পুলিশ লাইনসের ড্রিল শেডে বুধবার বিকাল ৩টা ৫ মিনিটে কমিশনার মাসুদুর রহমান ভূঞার সভাপতিত্বে এ সভা হয়।

ওই সভায় কেএমপির কমিশনার বিভিন্ন ইউনিটে কর্মরত অফিসার ও ফোর্সদের অসুবিধা ও প্রত্যাশা মনোযোগ দিয়ে শোনেন এবং সেগুলো পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এ ছাড়াও কেএমপির সব স্থাপনায় বিদ্যুতের ব্যবহার সীমিতকরণ ও জ্বালানি তেল সাশ্রয়ে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেন।

ওই সময় আরও উপস্থিত ছিলেন কেএমপির অতিরিক্ত কমিশনার (এঅ্যান্ডও) সরদার রকিবুল ইসলাম বিপিএম, অতিরিক্ত কমিশনার (ক্রাইম) সাজিদ হোসেন, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) তাসলিমা খাতুন, উপকমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন, উপকমিশনার (সদর) মোহাম্মদ আনোয়ার হোসেন, বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম পিপিএম-সেবাসহ অনেকে।