ফেনসিডিলসহ গ্রেপ্তার চার মাদক কারবারি। ছবি : কেএমপি

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) অভিযানে ১৫৫ বোতল ফেনসিডিলসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল শনিবার (৯ অক্টোবর) বিকেল ৫টা ৩০ মিনিটে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আজ রোববার (১০ অক্টোবর) কেএমপির অফিশিয়াল ফেসবুক পেজের এক পোস্টে এসব তথ্য জানানো হয়।

গ্রেপ্তার হওয়া চার আসামি হলেন মাফিজা মাফি (৩৫), তিনি খুলনার গ্রীনল্যান্ড আবাসন এলাকার বাসিন্দা। লিপি খাতুন (২০) ও মো. বিল্লাল খান (২১), তাঁরাও একই এলাকার বাসিন্দা। এ ছাড়া নাজমা বেগম (২৫), তিনি খুলনার মাছঘাট বি-ব্লকের এরশাদ আলী স্কুলের পেছনে বসবাস করেন।

কেএমপি জানিয়েছে, গতকাল শনিবার বিকেলে ডিবি পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে আড়ংঘাটা থানাধীন আড়ংঘাটা বাজারের বটতলা মোড়স্থ ‘বিসমিল্লাহ এন্টারপ্রাইজ’ নামক বন্ধ দোকানের সামনের রাস্তায় অভিযান চালায়।
অভিযানে ফেনসিডিলসহ ওই চার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

এ সংক্রান্তে গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে আড়ংঘাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও কেএমপির পোস্টে জানানো হয়।