সভায় সভাপতিত্ব করেন কেএমপি কমিশনার মো. মোজাম্মেল হক বিপিএম (বার), পিপিএম (সেবা)। ছবি : বাংলাদেশ পুলিশ

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অপরাধ পর্যালোচনা সভা বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত হয়েছে।

কেএমপি হেডকোয়ার্টার্সের পুলিশ কমিশনার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কেএমপি কমিশনার মো. মোজাম্মেল হক বিপিএম (বার), পিপিএম (সেবা)।

এক পুলিশ সদস্যের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন কেএমপি কমিশনার মো. মোজাম্মেল হক বিপিএম (বার), পিপিএম (সেবা)। ছবি : বাংলাদেশ পুলিশ

বক্তব্যের শুরুতে আইনশৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করে কেএমপির ভাবমূর্তি উজ্জ্বল করায় উপস্থিত পুলিশ সদস্যদের ধন্যবাদ জানান কেএমপি কমিশনার। তিনি বলেন, খুলনা মহানগরীতে জঙ্গি ও সন্ত্রাস, মাদক, মানব পাচার ও চাঁদাবাজি প্রতিহত করতে এবং যানজটমুক্ত নগরী গড়তে আমরা বদ্ধপরিকর।

হত্যা, ডাকাতি, দস্যুতা, ধর্ষণ, অপহরণসহ গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর মামলা নিবিড়ভাবে তদন্ত করতে সভায় উপস্থিত কর্মকর্তাদের নির্দেশনা দেন কেএমপি কমিশনার।

ভালো কাজের পুরস্কার হিসেবে কেএমপির বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের হাতে টাকা, ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

সভায় অংশ নেওয়া পুলিশ সদস্যদের একাংশ। ছবি : বাংলাদেশ পুলিশ

সভায় কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (এঅ্যান্ডও) সরদার রকিবুল ইসলাম বিপিএম (সেবা), অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো. সাজিদ হোসেন, ডেপুটি পুলিশ কমিশনার, অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, সব থানার ওসি ও পুরস্কারপ্রাপ্ত পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।