কেএমপিতে দক্ষতা উন্নয়ন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানের খণ্ডচিত্র। ছবি : বাংলাদেশ পুলিশ

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কনস্টেবল ও নায়েকদের সপ্তাহব্যাপী দক্ষতা উন্নয়ন কোর্সের (১৭তম ব্যাচ) উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৫ মে) বেলা সাড়ে ১০টার দিকে কেএমপি পুলিশ লাইনসের প্রশিক্ষণ ভেন্যুতে এর আয়োজন করে সাতক্ষীরা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার।

কেএমপি কমিশনার মো. মোজাম্মেল হক বিপিএম (বার), পিপিএম কোর্সের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে কেএমপির উপপুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ আনোয়ার হোসেন (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (আরসিডি) শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী; অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ফোর্স) মো. হুমায়ুন কবীর, সহকারী পুলিশ কমিশনার (আরও) মো. আজম খান এবং প্রশিক্ষণার্থী ও প্রশিক্ষকেরা উপস্থিত ছিলেন।