কেএমপির দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স সমাপনীর খণ্ডচিত্র। ছবি : বাংলাদেশ পুলিশ

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কনস্টেবল ও নায়েকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের ১৫তম ব্যাচের সমাপনী ও সনদ বিতরণ করা হয়েছে।

ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার সাতক্ষীরার আয়োজনে সপ্তাহব্যাপী প্রশিক্ষণ শেষে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে কেএমপি পুলিশ লাইনসের প্রশিক্ষণ ভেন্যুতে সনদ বিতরণ করা হয়।

কেএমপি কমিশনার মো. মোজাম্মেল হক বিপিএম (বার), পিপিএম প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন।

কেএমপির উপপুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ আনোয়ার হোসেন; উপপুলিশ কমিশনার (আরসিডি) শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী; অতিরিক্ত উপপুলিশ কমিশনার (সদর) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, পিপিএম; সহকারী পুলিশ কমিশনার (আরও) মো. আজম খান; সহকারী পুলিশ কমিশনার (ফোর্স) খোন্দকার সাদ্দাদুল বাকী এবং প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।