এক প্রশিক্ষণার্থীর হাতে সনদ তুলে দিচ্ছেন কেএমপি কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা। ছবি: বাংলাদেশ পুলিশ

খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) পুলিশ লাইনসের প্রশিক্ষণ ভেন্যুতে সাতক্ষীরা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের আয়োজনে এক সপ্তাহব্যাপী অনুষ্ঠিত কনস্টেবল ও নায়েকদের দক্ষতা উন্নয়ন কোর্সের ষষ্ঠ ব্যাচের প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মে) কেএমপি কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন।

বক্তব্য দিচ্ছেন কেএমপি কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা। ছবি: বাংলাদেশ পুলিশ

কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম, বিপিএম; ডেপুটি কমিশনার (সদর) মোহাম্মদ এহ্সান শাহ্; ডেপুটি কমিশনার (আরসিডি) মনিরা সুলতানা; অতিরিক্ত ডেপুটি কমিশনার (সোয়াট) মো. মারুফাত হুসাইন, অতিরিক্ত ডেপুটি কমিশনার (ফোর্স) শেখ ইমরানসহ প্রশিক্ষণে অংশ নেওয়া প্রশিক্ষণার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।