কেএমপিতে কনস্টেবল ও নায়েকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের দশম ব্যাচের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত পুলিশ সদস্যরা। ছবি: কেএমপি

খুলনা মেট্রোপলিটন পুলিশে (কেএমপি) কনস্টেবল ও নায়েকদের দক্ষতা উন্নয়ন কোর্স প্রশিক্ষণ দশম ব্যাচের সমাপনী ও সনদপত্র বিতরণ হয়েছে।

কেএমপির পুলিশ লাইনসের প্রশিক্ষণ ভেন্যুতে বৃহস্পতিবার বেলা পৌনে ২টার দিকে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার সাতক্ষীরার আয়োজনে কনস্টেবল ও নায়েকদের দশম ব্যাচের প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ হয়।
কেএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) সাজিদ হোসেন প্রশিক্ষণার্থীদের মধ্যে এক সপ্তাহের দক্ষতা উন্নয়ন কোর্সের দশম ব্যাচের প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করেন।

সনদপত্র বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেএমপির উপকমিশনার (সদর) মোহাম্মদ আনোয়ার হোসেন, উপকমিশনার (আরসিডি) শাহরিয়ার মোহাম্মদ মিয়াজীসহ অনেকে।