কেএমপিতে এমএফএসের অপব্যবহার তদন্ত ও প্রতিরোধ নিয়ে কর্মশালায় বক্তব্য দেন কমিশনার মাসুদুর রহমান ভূঞা। ছবি: কেএমপি

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সহযোগিতায় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) অপব্যবহার তদন্ত ও প্রতিরোধ নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শহরের হোটেল সিটিইন লিমিটেডের নর্থ কনফারেন্স রুমে বুধবার বেলা দেড়টার দিকে এ কর্মশালা শুরু হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিকাশ লিমিটেডের এক্সটার্নাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স ডিভিশনের উপদেষ্টা ও বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি মোহাম্মদ নাজিবুর রহমান, এনডিসি, পিএইচডি। বিশেষ অতিথি ছিলেন কেএমপির কমিশনার মাসুদুর রহমান ভূঞা এবং ইভিপি ও হেড অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স মেজর (অব.) এ কে এম মনিরুল করিম।