বিশেষ কায়দায় গাঁজা পাচারকালে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থানা-পুলিশ।

সোমবার (৮ নভেম্বর) ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, গতকাল রোববার (৭ নভেম্বর) বেলা সোয়া ২টার দিকে আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামি আকতার মিয়ার কাছ থেকে দেড় কেজি গাঁজা জব্দ করা হয়েছে।

ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর গোলচত্বর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গাঁজাসহ আকতারকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামি কৃত্রিম লোহার পায়ের ভেতর ফাঁকা জায়গায় বিশেষ প্রক্রিয়ায় স্কচটেপ মোড়ানো অবস্থায় গাঁজা বহন করছিলেন।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।