পুড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধ জাল। ছবি: বাংলাদেশ পুলিশ।

বরিশালের কুয়াকাটা নৌ ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল , চরঘেরা জাল ও বাঁশ উদ্ধার করেছে।

নৌ ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে একটি টিম আজ মঙ্গলবার রামনাবাদ চ্যানেল, চালতাবুনিয়া ও এন্ডারচর এলাকায় অভিযান চালায়। এ সময় আনুমানিক ২ লাখ ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৪ হাজার মিটার চরঘেরা জাল উদ্ধার করা হয়।

উদ্ধার কারেন্ট জালের আনুমানিক মূল্য ৬৬ লাখ টাকা ও চরঘেরা জালের আনুমানিক মূল্য ২৫ হাজার টাকা।

এ ছাড়া নৌ পুলিশের টিম ১৪টি বাঁশের খুঁটি উদ্ধার করেছে, যার আনুমানিক মূল্য ১৪ হাজার টাকা।

উদ্ধার করা অবৈধ সব জাল ও বাঁশের খুঁটি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।