কুড়িগ্রামে হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া ছয়জন। ছবি: কুড়িগ্রাম জেলা পুলিশ

কুড়িগ্রাম সদরের কাঠালবাড়ী ইউনিয়নের রায়পুর গ্রামে আমগাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ভাই-বোনের মৃত্যুর ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই গ্ৰামে আমগাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হন। আকস্মিক ওই হামলা ও ভাইকে মারধরের ঘটনা দেখে বড় বোন অসুস্থ হয়ে পড়েন। কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কুড়িগ্রাম সদর থানা-পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে প্রাথমিকভাবে তদন্তে পুলিশ ঘটনার সত্যতা জানতে পারে। এরপর পুলিশ নুর বকশ, নুর জামাল মিয়া ও ইকবাল হোসেন এবং ইকবালের স্ত্রী আলেয়া বেগম, ছেলে আশরাফুল হক ও মিজানুর রহমানকে গ্রেপ্তার করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন বলেন, ‘অপরাধের সংবাদ পাওয়া মাত্রই আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৬ জনকে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছি। কুড়িগ্রাম জেলায় যারাই অপরাধ সংগঠিত করুক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।’