কুষ্টিয়া পুলিশ লাইনস মাঠে শনিবার অনুষ্ঠিত মাস্টার প্যারেডে উপস্থিত পুলিশ সদস্যরা। ছবি: পুলিশ নিউজ

কুষ্টিয়া জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

পুলিশ লাইনস মাঠে রোববার সকাল সাড়ে ৮টার দিকে এ প্যারেড হয়।

মাস্টার প্যারেডসহ অন্যান্য প্যারেড ও পিটি ইউনিফর্ম সার্ভিসের জন্য অপরিহার্য, যা নিয়মিত চর্চা করলে শরীরের ফিটনেস ভালো থাকে এবং পুলিশ সদস্যদের কাজে আত্মবিশ্বাস বাড়ে।

সব সার্কেল অফিস, পুলিশ লাইনস, থানা, ফাঁড়ি, ক্যাম্প, তদন্ত কেন্দ্র, ডিবি, ডিএসবি, কোর্ট, ট্রাফিক, মোটরযান শাখাসহ অন্যান্য সব ইউনিটের পুলিশ সদস্য মাস্টার প্যারেডে অংশ নেন।

কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) খাইরুল আলম প্রধান অতিথি হিসেবে মাস্টার প্যারেডের সালামি গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন।

পরে এসপি কুষ্টিয়ার অফিসার ও অন্য সদস্যদের ইউনিফর্ম সার্ভিসে প্যারেডের গুরুত্ব, শৃঙ্খলা, নিজেদের স্বাস্থ্য, সচেতনতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, জনসাধারণের সঙ্গে উত্তম ব্যবহারসহ বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

ওই সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) ইয়াছির আরাফাতসহ অনেকে।