যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত গিয়াস উদ্দিন। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কুষ্টিয়ার পারিবারিক বিরোধের জেরে এক নারীকে হত্যার দায়ে তাঁর স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম নয় বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত গিয়াস উদ্দিন ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের পাটিয়াকান্দি গ্রামের ইমান আলীর ছেলে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

আদালতের পিপি অনুপ কুমার নন্দী জানান, রায় ঘোষণার সময় গিয়াস আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। যাবজ্জীবনের পাশাপাশি তাঁকে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন বিচারক।

মামলার বিবরণে বলা হয়, পারিবারিক কলহের জেরে ২০১৩ সালের ১৭ অক্টোবর রাতে স্ত্রী আমেনা খাতুনের (৩৭) গলায় মাফলার পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন গিয়াস উদ্দিন। আশপাশের লোকজন ঘটনাটি টের পেয়ে ভেড়ামারা থানায় খবর দিলে পুলিশ গিয়ে আমেনার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। পরে ওই দিনই এলাকাবাসী গিয়াসকে আটক করে পুলিশে হস্তান্তর করেন।

এ ঘটনায় ২০১৩ সালের ১৮ অক্টোবর নিহতের ভাই লিটন শেখ বাদী হয়ে ভেড়ামারা থানার একটি হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ২০১৫ সালের ৯ সেপ্টেম্বর লিটনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করলে এ মামলার বিচারকাজ শুরু করেন আদালত।