কুষ্টিয়ায় স্বর্ণ পাচারের চেষ্টা করছিলেন ক্ষুদিরাম বিশ্বাস (৬০)। এ সময় পুলিশি তৎপরতায় গ্রেপ্তার হন তিনি।

বৃহস্পতিবার (১৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিরপুর উপজেলার পোড়াদহ রেলওয়ে স্টেশন থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। খবর বিডিনিউজ টোয়েন্টিফোরের।

পোড়াদহ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজের আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার হওয়া ব্যক্তি কুষ্টিয়ার খোকসা উপজেলার কাদিরপুর এলাকার বাসিন্দা।

ওসি বলেন, অবৈধ স্বর্ণের চালান আসার গোপন খবরে পুলিশ ক্ষুদিরামকে গ্রেপ্তার করে তল্লাশি করে। এ সময় তাঁর কাছ থেকে গলার চেইন, চুড়ি, কানের দুলসহ ৫১ ভরি ১৩ আনা স্বর্ণ উদ্ধার করা হয়। তিনি স্বর্ণগুলো পাচারের উদ্দেশ্যে পাংশা থেকে ট্রেনে করে পোড়াদহ রেলস্টেশনে আসেন।

ওসি আরও বলেন, স্বর্ণগুলোর বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় ক্ষুদিরামের বিরুদ্ধে চোরাচালানের অভিযোগ এনে জিআরপি থানায় মামলা হয়েছে।