‘মুজিব শতবর্ষ জেলা দাবা লিগ কুষ্টিয়া-২০২১’-এর উদ্বোধন করেন কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মো. খাইরুল আলম। ছবি : কুষ্টিয়া জেলা প্রতিনিধি

‘মুজিব শতবর্ষ জেলা দাবা লিগ কুষ্টিয়া-২০২১’-এর উদ্বোধন হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সপ্তম রাউন্ড সুইচ লিগ পদ্ধতিতে আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মো. খাইরুল আলম।

এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়ার পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী দিলরুবা আলম।

প্রতিযোগিতায় ১৪টি দল অংশ নেয়। এ প্রতিযোগিতা ২৭ ডিসেম্বর পর্যন্ত চলবে।

জেলা পুলিশ কুষ্টিয়ার অফিশিয়াল ফেসবুক পেজের পোস্টে এ তথ্য জানানো হয়।

কুষ্টিয়ার জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোসাদ্দেক আলী মনি, কুষ্টিয়া জেলার ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক এবং দাবা উপপর্ষদের ট্রেজারার লিয়াকত আলী খান, দাবা উপপর্ষদের সম্পাদক ডা. রতন কুমার পাল।

বিচারক হিসেবে রয়েছেন কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার মো. আব্দুল রাজ্জাক ও নূর মোহাম্মদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. রাজিবুল ইসলাম প্রমুখ।