মৌলভীবাজারের কুলাউড়া থানার অভিযানে ছিনতাইকারী গ্রেপ্তারের পাশাপাশি ছিনতাই হওয়া টাকা উদ্ধার করা হয়েছে। ছবি: পুলিশ নিউজ

মৌলভীবাজারের কুলাউড়া থানা-পুলিশের বিশেষ অভিযানে আলমগীর হোসেন (২৮) নামের এক ছিনতাইকারী গ্রেপ্তার হয়েছেন।

থানা এলাকা থেকে মঙ্গলবার তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী ছিনতাই হওয়া টাকা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে কুলাউড়ার কাদিপুর ইউনিয়নের নার্গিস বেগম (৪২) নামের এক নারী দক্ষিণ বাজারের বিকাশ এজেন্ট থেকে ২০ হাজার টাকা ক্যাশ আউট করেন। তিনি বাসায় ফেরার পথে পৌরসভার কুলাউড়া টু মৌলভীবাজার রোডে ছিনতাইকারী মো. আলমগীর হোসেনের নেতৃত্বে দুই থেকে তিনজন ভয়ভীতি দেখে ব্যাগ থেকে ২০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়।
খবর পেয়ে কুলাউড়া থানা-পুলিশ অভিযান চালিয়ে আলমগীরকে গ্রেপ্তারের পাশাপাশি টাকা উদ্ধার করে।
আলমগীরের নামে দ্রুত বিচার আইনে কুলাউড়া থানায় মামলা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।