কুমিল্লা ডিবি পুলিশের হেফাজতে গ্রেপ্তার আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে বিদেশি পিস্তলসহ ১৫ মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সদর দক্ষিণ মডেল থানাধীন শ্রীবল্লভপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি হলেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার উত্তর রামপুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে তকদীর হোসেন বুলেট ওরফে জলিল (৩৪)। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল জব্দ করা হয়।

জানা যায়, জেলা গোয়েন্দা শাখায় কর্মরত এসআই দিবাকর রায়, এএসআই সজীব বড়ুয়া, এএসআই মোহাম্মদ ফোরকান ও সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযানের সময় বুধবার রাতে শ্রীবল্লভপুর এলাকা থেকে ওই আসামিকে পিস্তলসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

গ্রেপ্তার তকদীর হোসেনের বিরুদ্ধে ৮টি মাদক মামলা, ১টি অস্ত্র মামলা, ২টি ডাকাতি মামলা, ২টি দস্যুতা ও ২টি অন্যান্য মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।