গ্রেপ্তার আসামি এবং উদ্ধার করা টাকা। ছবি : বাংলাদেশ পুলিশ

ঈদের ছুটিতে কুমিল্লার ময়নামতি জেনারেল হাসপাতালের ভল্ট থেকে ১০ লাখ টাকা চুরির অভিযোগে এক আসামিকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা-পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে সাড়ে তিন লাখ টাকা উদ্ধার করা হয়।

শনিবার (৮ জুলাই) আসামি মো. সাব্বির হোসেনকে (২৩) গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি জেলার বুড়িচং থানা এলাকায়।

পুলিশ জানায়, ঈদের ছুটির আগে ব্যাংক থেকে ১০ লাখ টাকা উঠিয়ে ময়নামতি জেনারেল হাসপাতালের অফিস কক্ষের ভল্টে রাখে কর্তৃপক্ষ। ঈদের ছুটির পর ২ জুলাই চুরির বিষয়টি টের পায় হাসপাতাল কর্তৃপক্ষ। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করা হয়।

তদন্তের একপর্যায়ে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্য ও প্রযুক্তির সহায়তায় আসামি সাব্বিরকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে উদ্ধার করা হয় সাড়ে তিন লাখ টাকা।

পুলিশ আরও জানায়, এই মামলায় ৪ জুলাই আরেক আসামিকে তিন লাখ টাকাসহ গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়।