কুমিল্লায় হাইওয়ে পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার আসামিরা। ছবি: বাংলাদেশ পুলিশ

কুমিল্লায় হাইওয়ে পুলিশ অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। কুমিল্লা কোতোয়ালি থানা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৬ মে (রোববার) সন্ধ্যায় অভিযানটি পরিচালিত হয়।

গ্রেপ্তার দুজনের নাম মো. লাবলু (২২) ও রাকিব ইসলাম (১৯)।

হাইওয়ে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ময়নামতি ক্রসিং হাইওয়ে থানা-পুলিশ কুমিল্লা কোতোয়ালি থানায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলেখার চর এলাকায় চেকপোস্ট বসায়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে দুই যাত্রীকে ৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।