পুলিশি হেফাজতে আসামিদের তিনজন এবং জব্দ করা মাদক। ছবি : বাংলাদেশ পুলিশ

কুমিল্লা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক অভিযানে ২০ কেজি গাঁজা, ২৫৫ বোতল ফেনসিডিল, একটি প্রাইভেট কারসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) জেলার চৌদ্দগ্রাম ও সদর দক্ষিণ থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন চৌদ্দগ্রাম থানা এলাকার মো. সোহাগ মিয়া (২৮), পিরোজপুরের নাজিরপুর থানা এলাকার মহিবুল্লাহ শেখ (৩৩), বরিশালের গৌরনদী থানা এলাকার নুরুজ্জামান নুরু (৪৩) এবং হালিম শেখ।

ডিবির উপপরিদর্শক (এসআই) মো. সাইদুর রহমান জানান, বুধবার সকালে চৌদ্দগ্রাম থানাধীন সাফুয়া এলাকা থেকে ১৫০ বোতল ফেনসিডিলসহ সোহাগকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

ডিবির উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ১০৫ বোতল ফেনসিডিল ও ১৬ কেজি গাঁজাসহ মহিবুল্লাহ ও নুরুকে গ্রেপ্তার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এ ছাড়া ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার আসামি হালিমের বিরুদ্ধে সদর দক্ষিণ থানায় মামলা করা হয়েছে বলে জানায় পুলিশ।