পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

কুমিল্লা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক অভিযানে ২৪ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়।

শনিবার (৮ জুলাই) চৌদ্দগ্রাম ও কোতোয়ালি থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন চৌদ্দগ্রাম থানা এলাকার মো. মহিন (৩০) ও মো. রিপন (২৮) এবং কোতোয়ালি থানা এলাকার মো. মাসুম খন্দকার (২৪)। তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

ডিবি জানায়, চৌদ্দগ্রাম থানাধীন গোমারবাড়ী এলাকা থেকে ১৪ কেজি গাঁজাসহ মহিন ও রিপনকে গ্রেপ্তার করা হয়। আরেক অভিযানে কোতোয়ালি থানাধীন শাহি ঈদগাহ এলাকা থেকে ১০ কেজি গাঁজা, একটি অটোরিকশাসহ মাসুমকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।