বঙ্গোপসাগরে কুমিরা নৌ পুলিশের অভিযান

চট্টগ্রামের কুমিরা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা বঙ্গোপসাগর এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ চরঘেরা জাল উদ্ধার করেছেন।

কুমিরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সঙ্গীয় অফিসার এবং ফোর্স নিয়ে গতকাল সোমবার কুমিরা নৌঘাট থেকে সোনাইছড়ি উপকূল বঙ্গোপসাগর এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ২ লাখ ২৫ হাজার মিটার অবৈধ চরঘেরা জাল জব্দ করে, যার আনুমানিক মূল্য ৬৭ লাখ ৫০ হাজার টাকা।

উদ্ধার করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।