আটক হওয়া রোহিঙ্গা। ছবি: বাংলাদেশ পুলিশ

চট্টগ্রামের কুমিরা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল উদ্ধার করেছে। এ ছাড়া নৌপুলিশ ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসা ৮ জনকে আটক করেছে।

নৌফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে একটি চৌকস টিম ১৩ নভেম্বর সকালে মেঘনা নদী ও এর বিভিন্ন শাখায় অভিযান পরিচালনা করে। এ সময় তারা আনুমানিক ১ লাখ ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে যার আনুমানিক মূল্য ৪৭ লাখ ২৫ হাজার টাকা।

পরে উদ্ধার করা অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় । এ ছাড়া ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসা ৮ জন রোহিঙ্গাকে আটক করা হয়। পরবর্তীতে সন্দীপ থানার মাধ্যমে তাদের ভাসানচরে ফেরত পাঠানো হয়।