কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযানে গ্রেপ্তার আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

কুড়িগ্রাম জেলা পুলিশ লালমনিরহাটে অভিযান চালিয়ে দীর্ঘদিন ধরে পলাতক সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে। কুড়িগ্রামের নাগেশ্বরী থানা-পুলিশ ৮ এপ্রিল (সোমবার) এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার আসামির নাম মো. আব্দুল মোতালেব খন্দকার। তিনি কুড়িগ্রামের নাগেশ্বরী থানার নেওয়াশী এলাকার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে চারটি মামলায় তাঁর এক বছর করে কারাদণ্ড হয়েছে। তিনি পাঁচ বছর ধরে পলাতক ছিলেন।

জেলা পুলিশ জানায়, নাগেশ্বরী থানা-পুলিশের একটি দল ৮ এপ্রিল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলায় অভিযান পরিচালনা করে ৫ বছর ধরে পলাতক সাজাপ্রাপ্ত আসামি আব্দুল মোতালেব খন্দকারকে গ্রেপ্তার করেছে।

এ ব্যাপারে কুড়িগ্রাম জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) রুহুল আমীন বলেন, ‘কুড়িগ্রাম জেলায় কেউ অপরাধ করে পার পায় না। আমরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে অপরাধীদের গ্রেপ্তার করে আইনের মুখোমুখি করছি। একটি উন্নয়নমুখী নান্দনিক মাদকমুক্ত কুড়িগ্রাম গড়তে জেলা পুলিশ সবার সহযোগিতা কামনা করে।’