কুড়িগ্রাম জেলা পুলিশের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী দিনের বিভিন্ন মুহূর্ত। কোলাজ: পুলিশ নিউজ

অভ্যন্তরীণ শৃঙ্খলা বৃদ্ধি ও জনগণকে আরও উন্নত সেবা দিতে কুড়িগ্রাম জেলা পুলিশের ১১তম ব্যাচের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন হয়েছে।

শনিবার থেকে শুরু হওয়া কোর্স চলবে বৃহস্পতিবার পর্যন্ত।

কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম।

ওই সময় আরও উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সাজ্জাদ হোসেন, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার একেএম ওহিদুন্নবীসহ জেলা পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা।

উদ্বোধন অনুষ্ঠানে পুলিশ সুপার অভ্যন্তরীণ শৃঙ্খলা, দক্ষতা, পেশাদারত্ব ও কল্যাণের জন্য বিভিন্ন প্রেরণা ও প্রেষণা দেন। আগত সময়ে কোনো অপশক্তি যেন সদাশয় সরকারের অপ্রতিরোধ্য অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত না করতে পারে, সেই লক্ষ্যে কাজ করার এবং মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশের স্মার্ট পুলিশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।