কুড়িগ্রাম জেলা পুলিশের বার্ষিক ফায়ারিং প্রশিক্ষণে অংশ নেওয়া কয়েকজন পুলিশ সদস্য। ছবি : বাংলাদেশ পুলিশ

নাগরিক সেবাকে আরও বেগবান করতে কুড়িগ্রাম জেলা পুলিশের বার্ষিক ফায়ারিং প্রশিক্ষণ শুক্রবার (২৮ এপ্রিল) শেষ হয়েছে।

পুলিশ সদস্যদের দক্ষতা বজায় রাখতে পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা অনুযায়ী গত ৮ এপ্রিল ফায়ারিং প্রশিক্ষণের আয়োজন করে কুড়িগ্রাম জেলা পুলিশ।

কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম এবং ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ৮০০ জনের বেশি পুলিশ সদস্য এতে অংশ নেন।

প্রশিক্ষণে অস্ত্র ব্যবহারের নির্দেশনা, অস্ত্র ধরার কৌশল, ফায়ারিং পজিশনসহ বিভিন্ন বিষয়ে ধারণা দেওয়া হয়। যেকোনো পরিস্থিতি মোকাবেলার কৌশল রপ্ত করাই এই প্রশিক্ষণের উদ্দেশ্য।