পুলিশের হেফাজতে ফুলবাড়ী থানা-পুলিশের অভিযানে গ্রেপ্তার মাদক কারবারি। ছবি: বাংলাদেশ পুলিশ।

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী থানা-পুলিশ পৃথক দুটি অভিযান চালিয়ে ৬৩০ পিস ইয়াবা উদ্ধার ও দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

ভূরুঙ্গামারী থানা-পুলিশের একটি টিম ২৭ এপ্রিল গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী থানাধীন ভোটহাট মৌজার ভোটহাট মুক্তিযোদ্ধা মার্কেটের পেছন থেকে পশ্চিম ভোটহাট (দলের ভিটা) গ্রামের কুখ্যাত মাদক কারবারি মো. শফিকুল ইসলামকে (২২) ৬০০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করে।

একই দিন ফুলবাড়ী থানা-পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানাধীন ৬ নং কাশিপুর ইউপির আজোয়াটারী এলাকা থেকে কুটি চন্দ্রখানা (মোহরটারী) গ্রামের কুখ্যাত মাদক কারবারি মো. এন্তাজুল হককে (৩২) ৩০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, গ্রেপ্তার মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। এ ব্যাপারে আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।