রাজারহাট থানা-পুলিশের অভিযানে গ্রেপ্তার মাদক কারবারি। ছবি: বাংলাদেশ পুলিশ।

কুড়িগ্রাম জেলা পুলিশের পৃথক অভিযানে ২৬৭ বোতল ফেনসিডিল, ৪ কেজি গাঁজাসহ দুজন মাদক কারবারি গ্রেপ্তার হয়েছেন।

জেলার উলিপুর থানা-পুলিশের একটি টিম আজ ২২ মার্চ সকাল আনুমানিক সোয়া ৯টার সময় গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের গুনাইগাছ মোড়ে গুনাইগাছ পাইলট উচ্চবিদ্যালয়ের সামনে থেকে ফুলবাড়ী থানার মধ্যকুটি চন্দ্রখানা গ্রামের কুখ্যাত মাদক কারবারি মো. শামীম রহমানকে (২৪) ২৬৭ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে গ্রেপ্তার করে।

অন্যদিকে রাজারহাট থানা-পুলিশের একটি টিম আজ সকাল আনুমানিক ৯টা ৪০ মিনিটে ৩ নং রাজারহাট ইউনিয়নের রাজারহাট বাজার থেকে রাজারহাটের সুকদেব এলাকার কুখ্যাত মাদক কারবারি মো. ইউসুফ আলীকে (৫২) তাঁর হাতে থাকা আলুভর্তি বাজারের ব্যাগে বিশেষ কায়দায় রাখা ৪ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো. রুহুল আমীন বলেন, গ্রেপ্তার মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

তিনি বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। এ ব্যাপারে আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।