কুড়িগ্রাম জেলা পুলিশের জনশৃঙ্খলা ব্যবস্থাপনা কোর্সের কিছু মুহর্ত। কোলাজ: পুলিশ নিউজ

স্মার্ট বাংলাদেশের স্মার্ট পুলিশ গড়ার লক্ষ্যে কুড়িগ্রাম জেলা পুলিশের জনশৃঙ্খলা ব্যবস্থাপনা কোর্সের সমাপনী হয়েছে।

রোববার থেকে বুধবার দুই দিনব্যাপী জনশৃঙ্খলা ব্যবস্থাপনা কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম।

অনুষ্ঠানে পুলিশ সুপার আগামীর যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় আরও ক্ষিপ্রতা ও গতিশীলতাকে শাণিত করতে অভ্যন্তরীণ শৃঙ্খলা, দক্ষতা, পেশাদারত্ব ও কল্যাণের জন্য বিভিন্ন প্রেরণা ও প্রেষণা দেন।

তিনি আগামীতে কোনো অপশক্তি যেন সরকারের অপ্রতিরোধ্য অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত না করতে পারে, সেই লক্ষ্যে কাজ করার ও মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশের স্মার্ট পুলিশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।

কোর্সে পিটি, প্যারেড, আইনবিষয়ক সেমিনারে অংশগ্রহণকারী সব সদস্যকে পুরস্কার প্রদানসহ সেরা ১১ জনকে বিশেষ পুরস্কার দেন পুলিশ সুপার।