কুড়িগ্রাম জেলা পুলিশের দক্ষতা উন্নয়ন কোর্সের সমাপনী অনুষ্ঠানের খণ্ডচিত্র। ছবি : বাংলাদেশ পুলিশ

কুড়িগ্রাম জেলা পুলিশের ৬ দিনব্যাপী দক্ষতা উন্নয়ন কোর্সের (১৬তম ব্যাচ) সমাপনী ও সনদ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মে) কুড়িগ্রাম পুলিশ লাইনস মাঠে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রুহুল আমীন (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত)।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সাজ্জাদ হোসেন, পুলিশ পরিদর্শক ইব্রাহিম খলিল, পুলিশ পরিদর্শক মো. নুর মোহাম্মদ প্রমুখ।

এই কোর্সে মাঠ ও লিখিত পরীক্ষায় উত্তম ফলের ভিত্তিতে তিনজন পুলিশ সদস্যকে শুভেচ্ছা স্মারক দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন পুলিশ লাইনসে কর্মরত নায়েক মোছা. আলমা খাতুন, নায়েক মো. সুমন আলী ও নাগেশ্বরী থানার কনস্টেবল মোছা. তানিয়া আফরিন। এ ছাড়া কোর্সে অংশ নেওয়া ৩৫ জন পুলিশ সদস্যকে সনদ দেওয়া হয়।