পুলিশি হেফাজতে গ্রেপ্তার মাদক কারবারি মো.আদম আলী। ছবি: বাংলাদেশ পুলিশ।

কুড়িগ্রাম জেলা পুলিশ পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮৯ বোতল এসকুফ, ২৯ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

আজ ৮ অক্টোবর ভোর আনুমানিক পৌনে ৫টার সময় কুড়িগ্রামের ফুলবাড়ী থানার একটি চৌকস টিম মাদকবিরোধী বিশেষ অভিযান চালানোর সময় ৩ নং ফুলবাড়ী ইউনিয়নের উত্তর বিদ্যাবাগীশ গ্রামে ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে ওই গ্রামের কুখ্যাত মাদক কারবারি মো. আদম আলীকে (২৬) গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে ৮৯ বোতল এসকুফ, মাদক পরিবহনের কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও বাইসাইকেল এবং ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

অন্যদিকে অপর এক অভিযানে একই দিনে রাজারহাট থানা-পুলিশের একটি টিম মো. আমিনুর রহমান মুকুল নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে।

পুলিশি হেফাজতে গ্রেপ্তার মাদক কারবারি মো.আমিনুর রহমান মুকুল। ছবি: বাংলাদেশ পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ২টার দিকে নাজিমখান ইউপি অন্তর্গত নাজিম খান বাজারে মো. আমিনুর রহমান মুকুলের ব্যক্তিগত অফিসকক্ষ তল্লাশি করে পুলিশের টিম। এ সময় তাঁর হেফাজতে থাকা একটি প্লাস্টিকের ছোট কৌটার ভেতর থেকে ২৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।