পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

কুড়িগ্রাম জেলা পুলিশের পৃথক অভিযানে ৮ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৬০০টি ইয়াবা বড়িসহ সাত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৬ আগস্ট) জেলার রৌমারী, ভূরুঙ্গামারী ও নাগেশ্বরী থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।

রৌমারী থানা-পুলিশ জানায়, শনিবার বিকেলে রৌমারী ইউনিয়নের চাক্তাবাড়ী বাজার এলাকা থেকে ৬০০টি ইয়াবা বড়িসহ আসামি মো. আ. মালেক (৩৫) ও মো. সোনা মিয়াকে (৩৩) গ্রেপ্তার করা হয়। আসামি মালেকের বিরুদ্ধে তিনটি মাদক মামলা আছে।

ভূরুঙ্গামারী থানা-পুলিশ জানায়, শনিবার জয়মনিরহাট ছোট খাটামারী এলাকা থেকে ৪ কেজি গাঁজাসহ মো. জসিম উদ্দীন (২৫), মো. মিলন বাবু (২০) ও মো. আসাদুল ইসলামকে (৩০) গ্রেপ্তার করা হয়।

নাগেশ্বরী থানা-পুলিশ জানায়, শনিবার রাতে ঠুটাপাইকর-নাগেশ্বরী সড়ক থেকে সাড়ে ৪ কেজি গাঁজাসহ মো. আপেল মিয়া রিপন (৩২) ও মো. শাহিনুর ইসলাম শামীমকে (৩৫) গ্রেপ্তার করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।