মাসিক সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম। ছবি : বাংলাদেশ পুলিশ

কুড়িগ্রাম জেলা পুলিশের মাসিক সভা রোববার (২০ আগস্ট) সকালে পুলিশ লাইনস মাল্টিপারপাস ড্রিলশেডে অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন করেন কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম। এর আগে সকাল ৮টায় পুলিশ লাইনস মাঠে অনুষ্ঠিত মাস্টার প্যারেড পরিদর্শন করেন তিনি।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সাজ্জাদ হোসেন, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম কে এম ওহিদুন্নবী, ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মোর্শদুল হাসান পিপিএম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মো. রাসেল রানা, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) এস এম হাসান ইস্রাফিল, কুড়িগ্রাম পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার মো. আখতারুজ্জামান, সব থানা ও ইউনিটের ইনচার্জ এবং জেলার বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

জুলাই মাসে কুড়িগ্রাম জেলা পুলিশে বিভিন্ন ক্ষেত্রে পেশাদারত্ব ও প্রশাসনিক কর্মকাণ্ডে অবদান রাখায় মোট ১৭টি ক্যাটাগরিতে পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়।

শ্রেষ্ঠ নারী কনস্টেবল হিসেবে পুলিশ লাইনসের কনস্টেবল মোছা. নাজমা খাতুন, শ্রেষ্ঠ কনস্টেবল হিসেবে ডিবির কনস্টেবল মো. আয়নাল হক, রাজিবপুর থানার কনস্টেবল মো. হাবিবুর রহমান, কুড়িগ্রাম থানার মো. রফিকুল ইসলাম ও পুলিশ লাইনসের মো. শহিদুল ইসলাম পুরস্কার পেয়েছেন।

প্যারেড পরিদর্শন করছেন কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম। ছবি : বাংলাদেশ পুলিশ

ডিএসবির এসআই মো. আহসান সোহেল সৌরভ, শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার হিসেবে সার্জেন্ট সুজন রেজা, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে উলিপুর থানার এএসআই মো. আরিফুল ইসলাম, শ্রেষ্ঠ এএসআই হিসেবে রৌমারী থানার এএসআই মো. জাহাঙ্গীর আলম, শ্রেষ্ঠ ওসি হিসেবে কুড়িগ্রাম থানার ওসি মো. ফরিদ হোসেন এবং শ্রেষ্ঠ সার্কেল হিসেবে কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী পুরস্কার গ্রহণ করেন।