কুড়িগ্রামে বিভিন্ন প্ল্যাকার্ডের মাধ্যমে মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়। কোলাজ: পুলিশ নিউজ

কুড়িগ্রাম জেলার সচেতন বাসিন্দা হিসেবে মাদকের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানান দিতে ও মাদকমুক্ত কুড়িগ্রাম গড়ার প্রত্যয়ে ২০ জন ‘ব্রেভ গার্লস’ মঙ্গলবার মাদকবিরোধী বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে জনসচেতনতা সৃষ্টির উদ্যোগ নিয়েছেন।

এ সময় এসব ব্রেভ গার্লস সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রাকে ধরে রাখতে ও দেশের যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে সমাজের সব পর্যায়ের লোকজনের প্রতি অনুরোধ জানান। একই সঙ্গে তাঁরা মাদক প্রতিরোধে সম্মিলিতভাবে পুলিশের পাশে থেকে কাজ করার প্রেরণা ও প্রেষণা ব্যক্ত করেন। ব্রেভ গার্লসরা জেলা পুলিশের চলমান প্রতিদিনের মাদকবিরোধী অভিযান, আইনের যথাযথ প্রয়োগ ও মাদক নিয়ে সচেতনতামূলক কাজের ভূয়সী প্রশংসা করেন।