কুড়িগ্রামে শনিবার পুলিশের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের ১৭তম ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠানের একটি মুহূর্ত। ছবি: বাংলাদেশ পুলিশ

কুড়িগ্রাম জেলা পুলিশের ছয় দিন মেয়াদি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের ১৭তম ব্যাচের উদ্বোধন করা হয়েছে।

পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি নাগরিক সেবা বেগবান করতে আজ শনিবার থেকে শুরু হওয়া এ কোর্স চলবে বৃহস্পতিবার পর্যন্ত।

কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার (এসপি) আল আসাদ মো. মাহফুজুল ইসলাম।

ওই সময় আরও উপস্থিত ছিলেন পুলিশ লাইনসের আরআই কাজী আকির হোসেন, আইনবিষয়ক কোর্স অর্ডিনেটর ও পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ইব্রাহিম খলিলসহ জেলা পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা।

অনুষ্ঠানে এসপি প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলেন, ‘আপনারা প্রত্যেকেই প্রশিক্ষণ শেষে নতুন অভিজ্ঞতা নিয়ে যাবেন, যা আগামীতে জনগণের সেবা এবং বাংলাদেশ পুলিশ বাহিনীর অভ্যন্তরীণ শৃঙ্খলা, দক্ষতা, পেশাদারত্ব ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’